উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ বৃহস্পতিবার ৫৭৮ জন প্রাথমিক শিক্ষক নিয়োগের কাউন্সেলিং হলেও শুক্রবার ডাকা হয়নি কাউকেই। সকাল দশটা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত চলে কাউন্সেলিং। নতুন তালিকা না আসায় সেখানেই শেষ হয়ে যায় কাউন্সেলিং প্রক্রিয়া। এছাড়া গতকাল প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পেয়েও হাতে পৌঁছল না নিয়োগপত্র। নিয়োগপত্র পেতে তাই সদ্য নিযুক্ত শিত্রকরা ভিড় জমিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে।
মোবাইলে এসএমএস বা মেল না আসায় উপস্থিত ছিলেন না টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
এই ব্যাপারে বিশদে জানতে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান গোপাল বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
from Uttarbanga Sambad http://ift.tt/2kB9Ryn
February 03, 2017 at 11:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন