মুম্বাই, ০৩ ফেব্রুয়ারি- সিনেমা হলে একই দিনে মুক্তি পেয়েছে শাহরুখ খানের রইস ও হৃতিক রোশানের কাবিল। কিন্তু বক্সঅফিসে কাবিলকে ছাপিয়ে গেছে রইস এর সাফল্য। এ নিয়ে কি ভাবছেন হৃতিক? এ মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনা হলো আমির খানের দঙ্গল এর চারশ কোটির দিকে যাত্রা। কদিন আগেই তিনশ কোটির ঘরে প্রবেশ করেছিলো সালমান খানের সুলতান। এমনকি শাহরুখে খানের রইস-এর আয়ও ছাড়িয়ে গেছে একশো কোটির ঘরকে। কিন্তু সে অনুপাতে পিছিয়েই আছে হৃতিক অভিনীত কাবিল সিনেমাটি। এনডিটিভি জানায়, রাকেশ রোশান প্রযোজিত ও সঞ্জয় গুপ্ত পরিচালিত কাবিল ২৫ জানুয়ারি মুক্তির পর এ যাবৎ ঘরে তুলেছে ৬১ কোটি রুপি। এ প্রসঙ্গে হৃতিক বলেন, একটি বিষয় গত কিছুদিন ধরেই আমার মাথায় ঘুরছে। তা হলো- একটি সিনেমা কেমন তা আমরা যাচাই করছি এটি কত কোটি আয় করলো তার উপর। কিন্তু আমি সব সময় মনে করি, সিনেমা কত কোটির ঘরে ঢুকলো তা বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমি আমার কতটুকু পরিশ্রম ও আত্মত্যাগ দিয়ে কাজটি করছি সেটি। কাবিল সিনেমায় একজন দৃষ্টিপ্রতিবন্ধী চরিত্রে দেখা গেছে হৃতিক রোশানকে। যার স্ত্রী ধর্ষিত হওয়ার পর আত্মহত্যা করে। ছবিতে একজন প্রতিশোধপরায়ন স্বামীর চরিত্রে হৃতিকের অভিনয় প্রশংসিত হয়েছে। আর/১০:১৪/০৩ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kB2iHW
February 04, 2017 at 06:01AM
04 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top