হোমনায় মদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

হোমনা প্রতিনিধি ● হোমনায় নেশার টাকা না পেয়ে মারধর করায় আল আমিন (২২) নামের মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন এক মা। সে উপজেলার আসাদপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের ইরন মিয়ার ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদন্ডদেশ দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। জানা গেছে, বিভিন্ন সময়ে আল আমিন নেশার টাকার জন্য পরিবারের লোকজনকে মারধর করতো। ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে মা ছেনোয়ার বেগম ওই দিন ইউএনও’র কাছে এবং থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাজী শহিদুল ইসলাম তাকে ছয় মাসের কারদন্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, আল আমিন বিভিন্ন সময়ে মাদক সেবনের টাকার জন্য তার মাকে মারতো। তার মায়ের অভিযোগের ভিত্তিতেই তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডদেওয়া হয়েছে।

The post হোমনায় মদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2kOXBKF

February 07, 2017 at 11:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top