গাঁজা সেবনের দায়ে শিবগঞ্জে প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার অর্থদন্ড

শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হয়েছে। র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে রাণীহাটি বাজার এলাকার আমিনুল ইসলামের নিজস্ব অফিস কক্ষ থেকে গাঁজা সেবন করার সময় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা রুবেলকেও গ্রেফতার করা হয়। পরে তাদের দু’জনকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম ও রুবেলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড দেন।
উলে¬খ্য, নয়ালাভাঙা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাণীহাটি গ্রামের মৃত মুনসুর রহমানের ছেলে। র‌্যাব আরও জানায়, পৌর এলাকার মনাকষা মোড় এলাকা থেকে চরপাঁকা বিশ রশিয়া গ্রামের আবদুর রউফের ছেলে বেনজির আলী (২০) কে গাঁজা সেবনের দায়ে ৬ মাসের জেল দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১২-০২-১৭



from Chapainawabganjnews http://ift.tt/2kgMf36

February 12, 2017 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top