বিশ্বনাথে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন

Picture-Biswanath-Sylhet-21.02.2017

মো. আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট )প্রতিনিধি :: একুশের প্রথম প্রহরে শতশত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সিলেটর বিশ্বনাথ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার। রাত ১২টা ১ মিনিটে গভীর শ্রদ্ধায় একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। উপজেলা প্রশাসন, থানা প্রশাসনের পর উপজেলার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

একুশের প্রথম প্রহর ও সকালে শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, বিশ্বনাথ থিয়েটার, বিশ্বনাথ প্রথম আলো বন্ধুসভা, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরীজ, বেবি কেয়ার একাডেমী, ধ্রুবতার ইয়ুথ ফেডারেশন, লানিং পয়েন্ট’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘চিত্রাংঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা লেখা ও দেশাত্নোবোধক গান’ প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রতিযোগীতোয় বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lH0gH6

February 21, 2017 at 04:15PM
21 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top