বিশ্বনাথে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি এহিয়া চৌধুরী

pic3

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি  :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তরুণদের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। এ প্লাস সার্টিফিকেটধারী শিক্ষায় নয়, সামাজিক-নৈতিক ও মানবিক শিক্ষায় সু-শিক্ষিত করে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বিগত দিনে উন্নয়ন বঞ্চিত এলাকায় উন্নয়নের মাধ্যমে আমি সেই প্রাশ্চিত করে যাচ্ছি। কে আমাকে ভোট দিয়েছে আর কে দেয়নি আমি এই হিসাব কষি নাই। আমি মানুষের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকবো। অন্যায়ভাবে কাউকে পুলিশী হয়রানী বা নির্যাতনের শিকার হতে দেব না। বিগত দিন বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে ঘর ছাড়তে হয়েছে, আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপিকে ঘর ছাড়তে হয়েছে। আমরা সাম্য সম্প্রিতির রাজনীতিতে বিশ্বাসী। দেশে শান্তি ও উন্নয়নই জাতীয় পার্টির লক্ষ্য।

তিনি শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নে আল মুছিম আল মুছিম স্কুল এন্ড কলেজে শাহ বদর উদ্দিন অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২য় প্রিমিয়ারলীগ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এলাকার বিশিষ্ট মুরব্বি মজিরুল ইসলাম তকদির মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য শায়েকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্য প্রবাসী রাজা মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, সিলেট  মহানগর ছাত্রদলের সহ-সভাপতি লোকমান আহমদ, ছমিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আমিনুল হক দুদু, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সদস্য রুবেল আহমদ আফজাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মানিক মিয়া রানা, সংগঠক মিনহাজ চৌধুরী, আবশান মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মাহিন আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল তৈমুছ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ.কে.এম দুলাল, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সালেহ আহমদ তোতা, প্রবাসী শায়েক আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সাবেক ইউপি সদস্য  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাইয়ূম, সহকারী শিক্ষক নয়ন মিয়া, রেদওয়ান আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মুরব্বি আরশ আলী, ছোট মিয়া, কামাল মিয়া, আব্দুল মনাফ, আসিক আলী, ইন্তাজ আলী, জেলা ছাত্রদল নেতা সুহানুর রহমান, ছাত্রলীগ নেতা রুহেল মিয়া, সংগঠক আব্দুর রহিম, আঙ্গুর মিয়া, জয়নুল মিয়া, আসক আলী, খালেদ আহমদ, ফাহিম আহমদ, সাজু মিয়া, জসিম উদ্দিন, সুহেল মিয়া, শাহিন আহমদ, মাসুক মিয়া, জামাল উদ্দিন, আফরোজ আলী, কামাল আহমদ, মুক্তার মিয়া প্রমুখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2l4B7W6

February 11, 2017 at 07:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top