জাপানের সাগা জেলায় মুরগি নিধন

moজাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সাগা জেলার কর্মকর্তারা, এইচ ৫ স্ট্রেইনের বার্ড ফ্লু সনাক্ত হওয়া একটি খামারের মুরগি নিধন করেছেন। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গতকাল তা শেষ হয়েছে।

প্রথমে কোহোকু শহরের খামারটিতে মৃতাবস্থায় মোট ৫২টি মুরগির সন্ধান পাওয়া যায়। মৃত সাতটি মুরগি পরীক্ষা করে সবগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়।

সেদেশের আত্মরক্ষা স্থলবাহিনীর সদস্যদের সহায়তায় জেলা সরকারের কর্মকর্তারা, খামারটির প্রায় ৬৯ হাজার মুরগি নিধন এবং ৬ লাখ ৮৩ হাজারের বেশী ডিম ধ্বংসে করেন। নিধন করা মুরগিগুলো মাটি চাপা দিয়ে রাখা হয়।

কর্মকর্তারা, কোনধরনের অনিয়ম রয়েছে কিনা তা দেখার জন্য খামারটির চারপাশে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪টি হাঁস মুরগির খামারও পরিদর্শন করেন।

তারা, ৩ থেকে ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১২টি হাঁস মুরগির খামার মালিকদের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং কোন ধরনের অস্বাভাবিকতা রয়েছে কি না তা খতিয়ে দেখেন।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kJzYTy

February 06, 2017 at 06:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top