লস অ্যাঞ্জেলস, ০৬ ফেব্রুয়ারি- মার্কিন তারকা কিম কার্দাশিয়ান নিজের ব্যক্তিগত জীবনযাপনের জন্য বেশ বিখ্যাত। এছাড়াও তার রিয়েলিটি শো কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান এর জন্যও তিনি বেশ জনপ্রিয় এবং আলোচিত। সম্প্রতি নিজের কিছু অজানা তথ্য প্রকাশ করে আবারও শিরোনামে হাজির হলেন কিম। তার নিজস্ব ওয়েবসাইটে নিজের ২০টি উদ্ভট তথ্য ভক্তদের জানালেন এই তারকা। কিম জানান, তিনি মৌমাছি পছন্দ করেন। সবাই যেখানে মৌমাছি ভয় পায়, সেখানে তিনি নাকি সেগুলোর সঙ্গে খেলতে ভালোবাসেন! কিম বলেন, আমি মৌমাছি একদম ভয় পাই না। আমি বেশিরভাগ সময় তাদের দেখলে ধরতে যাই এবং এগুলো নিয়ে খেলতে থাকি। মজার ব্যাপার, এরা কখনও আমাকে কামড়ায়নি! ভক্তদের উদ্দেশ্যে নিজের স্কুল জীবনের অজানা কাহিনীও উপস্থাপন করেন কিম। তিনি বলেন, আমি বর্ণমালার সাইন ল্যাঙ্গুয়েজ জানতাম এবং এগুলো নিয়ে আমি পরীক্ষায় আমার বন্ধুদের সঙ্গে নকল করতাম। পরীক্ষার হলে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতাম নকল করার জন্য। ছোটবেলার আরেক গল্প জানাতে গিয়ে কিম আরও বলেন, একবার নাকি একটি ছেলেকে চুমু খাওয়ার অপরাধে টেনিস ক্যাম্প থেকে বিতাড়িত হতে যাচ্ছিলেন তিনি। পরে তার বাবা এই নিয়ে তাকে বেশ বকাঝকাও করেন! সূত্র- ডেকান ক্রনিকলস আর/১৭:১৪/০৬ ফেব্রুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kize7z
February 07, 2017 at 12:18AM
06 Feb 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top