পাওয়ার হাউস মোড় থেকে চোলাই মদসহ ৩ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পাওয়ার হাউস মোড় থেকে মঙ্গলবার ৩শ’ ২৮ বোতল চোলাই (দেশী) মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন, শহরের হুজরাপুর চন্ডীতলা এলাকার শান্ত দাসের স্ত্রী পারুল (৪২) একই এলাকার সুপ্রভাতের স্ত্রী নন্দ রানী (৫০) ও সদর উপজেলার আমনুরার আফতাব আলীর ছেলে নুরুল পারভেজ (২৮)।
সদর থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক(এসআই) গোলাম রসুল জানান, সকাল সোয়া সাতটায় শহরের পাওয়ার হাউস মোড়ে অভিযান চালিয়ে ৩২৮ বোতল চোলাই (দেশী) মদ সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০২-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2lGPAIV

February 14, 2017 at 04:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top