ব্যাংকক, ১১ মার্চ- বস ২-এর শ্যুটিং-এর জন্য থাইল্যান্ডে রয়েছেন অভিনেতা জিৎ। ছবির বেশকিছু দৃশ্যের শ্যুটিং হচ্ছে সেখানে। ছবির অন্যতম নায়িকা নুসরত ফারিয়াও গিয়েছেন শ্যুটিং-এ। শুক্রবার পাটায়ায় বস ২- এর একটি চেজ সিকোয়েন্সের শ্যুটিং চলছিল। এই দৃশ্যে চলন্ত গাড়ির উপরে জিৎ-এর ঝাঁপিয়ে পড়ার কথা ছিল। সাধারণত এমন সব দৃশ্যের জন্য স্টান্টম্যান ব্যবহার করা হয়। কিন্তু, জিৎ স্টান্টম্যান দিয়ে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং-এর বিরোধী। তাই নিজেই স্টান্ট দিয়েছিলেন। চিত্রনাট্য মেনে গাড়ি ছুটতে শুরু করেছিল। কিন্তু, গোলমাল বাধে গাড়িটি যখন জিৎ-কে এড়িয়ে বাঁক নিতে যায়। এই সময়েই গাড়ির পিছনের অংশ দৌড়তে থাকা জিৎ-এর কোমরের ডান অংশের নিচে গিয়ে আঘাত করে। কিছুটা শূন্যে উঠে ঘটনাস্থলেই আছাড় খেয়ে পড়েন জিৎ। সঙ্গে সঙ্গে ইউনিটের সমস্ত সদস্যরা ছুটে যান। সকলেই আতঙ্কিত। চোটের মাত্রা কতটা বোঝা যাচ্ছিল না। খানিক পরে জিৎ নিজেই সকলকে আশ্বস্ত করেন এবং সকলেরই বারণ উপেক্ষা করেই শ্যুটিং-এর কাজ শেষ করেন। জিৎ-এর পিআর ম্যানেজার অমৃতা জানান, জিৎ-এর সঙ্গে তাঁর কথা হয়েছে। জিৎ নিজেই জানিয়েছেন, তাঁর হিপ-অংশে এবং পা-এ চোট আছে। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। চিকিৎসকের কাছেও গিয়েছিলেন জিৎ। তিনি পরীক্ষা করে দেখে জিৎ-কে কিছু ওষুধপত্রও দিয়েছেন। তবে, চোটের জন্য এখনই দেশে ফিরছেন না জিৎ। পিআর ম্যানেজার অমৃতা জানিয়েছেন, শুক্রবারের ঘটনার পর পরই শ্যুটিং-এ যোগ দিয়েছেন জিৎ এবং থাইল্যান্ডে তিনি ছবির বাকি কাজ করেই ফিরবেন। এদিকে, জিৎ-এর দুর্ঘটনার খবর পেয়ে টলিউডে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জিৎ-এর আরোগ্য কামনা করে টুইটারে পোস্ট করেন প্রসেনজিৎ, দেব, নুসরত, প্রমুখ। শনিবার সকালে জিৎ নিজেও টুইট করে প্রত্যেককে ধন্যবাদ জানান। এফ/২১:২০/১১মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lNT2lF
March 12, 2017 at 03:19AM
11 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top