মু্ম্বাই, ১১ মার্চ- আন্তর্জাতিক নারী দিবসের দিন সানি লিওনকে উল্লেখ করে একাধিক বিতর্কিত টুইট করে সমালোচনার মুখে পড়েন বলিউডের বিতর্কিত পরিচালক রামগোপাল ভার্মা। সোসাল মিডিয়ায় বেশিরভাগ ইউজারই রামগোপালের অশ্লীল টুইটের সমালোচনা করেছেন। এবার সেই টুইট প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং সানি লিওন। রামগোপাল তার টুইটে লিখেছিলেন, আজ সারা দুনিয়া যখন নারী দিবস পালনে মগ্ন, তখন তিনি হ্যাপি মেনস ডে পালন করছেন। তিনি আরও বলেন, দুনিয়ায় কোনো মেনস ডে নেই কারণ, বছরের ৩৬৪ দিনই তাঁদের দিন। তাঁরাই নারীদের একটা দিন দিয়েছেন। তারপর টুইট করেন, আমি প্রত্যেক নারীকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং বলছি প্রত্যেক পুরুষকে তাঁরা সেভাবেই সব সময় খুশি করুক, যেমনভাবে সানি লিওন করেন। ভার্মার টুইটের পর সানি এতদিন চুপ থাকলেও ৯ মার্চ তার নিজস্ব টুইটার একাউন্টে একটি ভিডিও পোস্ট করেন সানি। সেখানে তিনি কারও নাম না করে বলেন, প্রত্যেকের উচিৎ নিজেদের মানসিকতার পরিবর্তন করা। পরিবর্তন তখনই আসা সম্ভব যখন আমরা একযোগে ভাবনায় পরিবর্তন আনব। প্রত্যেকের উচিৎ ভাবনা-চিন্তা করে শব্দ চয়ন করা। এফ/২১:১৪/১১মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mcp2eh
March 12, 2017 at 03:13AM
11 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top