মুম্বাই, ০৯ মার্চ- গত সপ্তাহে যমজ সন্তানের বাবা বা সিঙ্গেল ফাদার হয়েছেন বলিউড নির্মাতা-প্রযোজক করণ জোহর। দুই সন্তানের মধ্যে একজন ছেলে ও অন্যটি মেয়ে সন্তান। সন্তান পেয়ে পরদিনই করণ জানান, আমার জীবনের সব চেয়ে অসাধারণ দুই সংযোজন, আমার জীবন, আমার দুই সন্তান রুহি আর ইয়াশের কথা আপনাদের বলতে চাই। বাবা হয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। বাবা হওয়ার পর থেকে বলিউড জুড়ে যেন আলোচনা একমাত্র বিষয় হয়ে দাড়িয়েছে এটি। তবে প্রশ্ন হলো। এতোবড় ঘটনা, আগে থেকে কেউ কী জানতো না? হ্যাঁ জানতো। ভারতীয় মিডিয়া বলছে মাত্র তিনজন কাছের মানুষ করণের বাবা হওয়ার খবর আগে থেকে জানতো। তারা কারা? প্রথম জন কারিনা কাপূর খান, দ্বিতীয় জন মণীশ মালহোত্র ও তৃতীয় মানুষটি হলো গৌরী খান। এরমধ্যে করণের সঙ্গে প্রথম ও দ্বিতীয় জনের বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রিতে বহুল আলোচিত। শাহরুখের সঙ্গে করণের বন্ধুত্বের কথাও নতুন করে কিছু বলার নেই। কিন্তু এক্ষেত্রে বন্ধু শাহরুখ নয়, বরং শাহরুখ-পত্নী গৌরীর সঙ্গেই জীবনের গোপন কথাটি শেয়ার করেছিলেন করণ। ইন্ডিয়া ডটকম। এফ/১৬:৪০/০৯মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mEtYfM
March 09, 2017 at 10:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top