হংকং, ০৯ মার্চ- হংকং টি২০ ব্লিটজে বুধবার মাত্র ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান ডুয়াইন স্মিথ। টি২০ ক্রিকেটের ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। ২০১৩ সালে আইপিএল এ স্মিথের স্বদেশী ক্রিস গেইল সেঞ্চুরী হাকিয়েছিলেন ৩০ বলে। ৩৩ বছর বয়সী স্মিথ সম্প্রতী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। ইনিংসের প্রথম ওভারে একাই ২৮ রান নেয়া স্মিথ শেষ পর্যন্ত ৪০ বলে ১২১ রানে অপরাজিত ছিলেন। উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথের এই সেঞ্চুরিতে সিটি কাইটাককে ৮ উইকেটে পরাজিত করেছেন কোলুন ক্যান্টন্স। ২০১৩ সালে ভারতীয় প্রিমিয়ার লীগে ৩০ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন ক্রিস গেইল। কাইটাকের বাঁ-হাতি স্পিনার নাদিম আহমেদের প্রথম ওভারে মাত্র পাঁচ বলে স্মিথ চারটি ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারির সহায়তায় ২৮ রান সংগ্রহ করেছেন। ষষ্ঠ ওভারে নাদিম আবারো আক্রমনে ফিরে এসে ২৯ রান দিয়েছেন। ১২তম ওভারে স্মিথ সেঞ্চুরি পূর্ণ করেন। পুরো ইনিংসে স্মিথ ১৩টি ওভার বাউন্ডারি ও ৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এছাড়া ৩৩ বলে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৯ রান। ৬ উইকেটে কাইটাকের করা ১৯৯ রানের জবাবে কোলুন দুই উইকেটে ১৪.৩ ওভারে ২০৪ রান সংগ্রহ করে ৮ উইকেটে জয় নিশ্চিত করেছে। এফ/১৬:৪০/০৯মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n2I5Nl
March 09, 2017 at 10:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন