ইসলামাবাদ, ০৭ মার্চ- গেল বছর অস্ট্রেলিয়া সফরটা ভালো যায়নি পাকিস্তানের। টেস্ট সিরিজে অজিদের কাছে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এমন একটি সিরিজের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের রোষানলের মুখে পড়েছিলেন অধিনায়ক মিসবাহ উল হক। সফর শেষে দেশে ফিরে অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন মিসবাহ। অধিনায়কত্ব ছাড়বেন কি না তা নিয়ে ছিল অনেক সংশয়। তবে সেই সংশয় কেটে গিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান শাহরিয়ার খান জানিয়েছেন সাদা পোশাকে মিসবাহই থাকছেন পাকিস্তানের অধিনায়ক। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে মিসবাহর নাম নিশ্চিত করেছেন তিনি। সফরে তিন টেস্ট ছাড়াও চারটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী ২৬ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে পাকিস্তান। সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না মিসবাহ। ২২ এপ্রিল জ্যামাইকায় শুরু হবে প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে মিসবাহ বলছেন ,পাকিস্তান টেস্ট দলের প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ। এ জন্যই আমি নিজেকে প্রস্তুত করেছি। গেল ছয় টেস্টে আমরা বাজে সময় পার করেছি। আশা করি আমরা সবাই মিলে সামনে ভালো কিছু করব। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বাজে সময় পার করার পর ক্রিকেট নিয়ে মিসবাহর ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছিল পিসিবি। উত্তরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে চান বলে পিসিবিকে জানিয়েছেন ৪২ বছর বয়সী মিসবাহ। পিসিবি থেকেও সবুজ সংকেত দেওয়া হয়। এ পর্যন্ত মিসবাহর অধিনায়কত্বে পাকিস্তান ৫২টি টেস্ট খেলেছে। যার মধ্যে ২৪টি ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। আর/১২:১৪/০৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mO4k9k
March 07, 2017 at 06:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top