স্কারবোরো, ০৭ মার্চ- একুশে ফেব্রূয়ারী এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশী বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের জন্য এদিন অনেক অনেক গর্বের। গত ২৫শে ফেব্রুয়ারী ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড সেন্টার বিভিন্ন কর্মকান্ডের মধ্যে দিয়ে উদযাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অনুষ্ঠানটিতে ছিল আলোচনা সভা, নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক প্রভৃতি।এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল কানাডাতে জন্ম এবং বড় হয়ে ওঠা অল্পবয়সী ছেলেমেয়েদের কাছে বাংলাভাষা এবং একুশে ফেব্রুয়ারীরা তাৎপর্য্য তুলে ধরা। আলোচনায় অংশ নেন বীরেন্দ্রনাথ ভট্টাচার্য্য এবং আশিক যুবায়ের। গান পরিবেশন করেন আতিয়া, রাহাত, শিল্পী প্রমুখ। আমি বাংলার গান গাই ...। গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন, সিনিয়র নাট্যদলের শামীমা, রানী, শিল্পী, বাবলী, রাহাত, জাহানারা, জুবায়ের এবং আশরাফ। সুস্বাদু বাংগালী খাবারের মধ্যাহ্নভোজ দিয়ে শেষ হয় সেদিনের অনুষ্ঠান। আর/১২:১৪/০৭ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lUhUnM
March 07, 2017 at 07:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন