নয়াদিল্লি, ৩১ মার্চঃ রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আসরে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ থেকে ১০ এপ্রিল চারদিনের ভারত সফরে দিল্লি আসছেন। তাঁর সম্মানে ৮ এপ্রিল রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রমুখ। এই আসরেই যোগদানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রাষ্ট্রপতির এই ডাকে সাড়া দেবেন কিনা তা নিয়ে কানাঘুষো শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
from Uttarbanga Sambad http://ift.tt/2oiG9AR
March 31, 2017 at 06:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন