‘নারায়ণগঞ্জের মতো কুমিল্লাতেও কোনো কোন্দল থাকবে না’

নিজস্ব প্রতিবেদক ● আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনেও কোনো কোন্দল থাকবে না। দলীয় প্রার্থীর পক্ষেই আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মহিলা লীগের ৫ম জাতীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিথি আলোচক হিসেবে উপস্থিত থেকে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সহায়ক সরকারের যে দাবি তুলেছে, তার বিধান সংবিধানে নেই। এছাড়া বিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ থাকলেই কেবল তারা থাকতে পারবে।

‘খালেদাবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না’ বিএনপির এমন বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সময় এবং নদীর শ্রোত কারো জন্য অপেক্ষা করে না। আর বিএনপি এবার ক্ষমতায় না এলে তাদের নিবন্ধন বাতিল হবে। অার এজন্য তারা এ ঝুঁকি নেবে না।’



from Comillar Barta™ http://ift.tt/2m2OZyJ

March 03, 2017 at 03:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top