কলম্বো, ০৩ মার্চ- গল টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে গতকাল মাঠে নেমেছিল টাইগাররা। তামিম ইকবালের সেঞ্চুরি ও মমিনুল-লিটনের ফিফটিতে ভর করে সাত উইকেটে ৩৯১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে দীনেশ চান্দিমালের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ। ৩৯১ রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি লঙ্কানদের । ইনিংসের শুরুতেই টাইগার পেসার তাসকিন জোড়া আঘাত হানেন। ইনিংসের চতুর্থ ওভারে ফেরান আভিস্কা ফার্নান্দো ও সামারাসরিয়াকে। পরবর্তীতে চন্দ্রগুপ্তা ও চান্দিমাল জুটি গড়ার চেস্টা করলেও মুস্তাফিজের কাছে ব্যর্থ হন। ইনিংসের ১৩ তম ওভারে দলীয় ২৯ রানের সময় মুস্তাফিজের শিকার হয়ে ফিরে যান চন্দ্রগুপ্তা। আউট হওয়ার আগে ৪২ বলে ২০ রান করেন তিনি। এরপর চান্দিমাল ও রশান সিলভার ব্যাটে ২৫ ওভারে তিন উইকেটে ৭৪ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা। বিরতি থেকে ফিরে দারুণ ছন্দে খেলতে থাকে অপরাজিত এ দুই ব্যাটসম্যান। তবে ব্যক্তিগত ৩৮ রানে রশান সিলভাকে সাজ ঘরে পাঠিয়ে দিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তাসকিন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১০ রান। শ্রীলঙ্কার মোরাতুয়ার টাইরনে ফার্নান্ডো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয় দ্বিতয়ি দিনের খেলা। এর আগে গতকাল টস হেরে ব্যাট করতে নেমে টাইগারদের পক্ষে সৌম্য (৯), মুমিনুল (৭৩), তামিম (১৩৬), মুশফিক (২১) সাকিব (৩০) মাহমুদুল্লাহ রিয়াদ (৪৩) ও মেহেদী হাসান (১) রান করেন। এছাড়া অপরাজিত ছিলেন লিটন (৫৭) ও তাইজুল (৪) । বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশিস রায় ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা ক্রিকেট প্রেসিডেন্ট একাদশ স্কোয়াড: দীনেশ চান্দিমাল (অধিনায়ক), আইরশ সামারাক্কদি, রন চন্দ্রগুপ্তা, আভিস্কা ফার্নান্দো, লিও ফ্রান্সিস্কো (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, ওয়ানিদু হাসারাঙ্গা, রোসিনি সিলভা, কাভিন্দা কুলাসেকারা, রোমেশ বুদ্ধিকা, চামিকা করুরাত্নে, লাহিরু সামারাকুন, উদিতা মধুশংকা প্রবীণ জয়াউইকরামা, লাসিথ আম্বুলদেনিয়া। আর/১৫:১৪/০৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lGFtAk
March 03, 2017 at 09:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন