তিতাসে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ● তিতাসে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশে বাতাকন্দি বাজারের কাছে আমিরাবাদ কবরস্থান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি অজ্ঞাত লাশ পরে থাকতে দেখে স্থানীয় পথচারীরা থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটির পরনে কালো প্যান্ট ও  হালকা আকাশি রঙয়ের ফুলহাতা গেঞ্জি এবং মুখে খোঁচা খোঁচা সাদা ফ্রেঞ্চ কাটিং দাড়ি রয়েছে।

তিতাস থানার ওসি (তদন্ত) আবদুন নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। লাশটি  ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



from Comillar Barta™ http://ift.tt/2mU5Tyc

March 23, 2017 at 06:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top