মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ডামুড্যায় মানববন্ধন

মোহাম্মদ নান্নু মৃধা শরীয়তপুর প্রতিনিধি


গত ২৮ ফেব্রুয়ারী ২০১৭ইং মঙ্গলবার দৈনিক মুক্ত খবর নামক পত্রিকায় শেষ পৃষ্ঠার ডামুড্যায় সন্ত্রাসীরা জমি দখলকরে বাড়ী ঘর নির্মাণ করেছে এ মর্মে একটি সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ উঠেছে সংবাদটি মিথ্যা ও বানোয়াট। তারই প্রতিবাদে শনিবার দুপুরে আতলাকুড়ি গ্রামবাসীর উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।


জানা যায় মুক্ত খবর পত্রিকায় অজ্ঞাত কোন এক সাংবাদিক এই নিউজটি দেন এবং প্রকাশিত হয়। তাতে বলা হয়েছে স্থানীয় সন্ত্রাসী ও ভূমি দস্যু ওহাব বেপারী জোর পূর্বক জমি দখল করে ঘর বাড়ী নির্মাণ করেছেন এবং সাংবাদিক দের নিকট শরীয়তপুর পুলিশ সুপার তার সমন্দি। পুলিশ সুপার তার কথায় ওঠে বসে।

স্থানীয় জাহাঙ্গীর মোল্যা, আজিজ খান, শুক্কুর খান, রিপন খান, সাংবাদিকদের বলেন ওহাব বেপারী একজন ভাল মানুষ। আমাদের জানামতে তার পারিবারিক শত্রু থাকতে পারে। কিন্তু মিথ্যা কথা বলেন না বা জোরপূর্ব কারো সম্পত্তি দখল করেন না।

এই ব্যাপারে মানববন্ধনে উপস্থিত থাকা কনেশ^র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিব খান বলেন ওহাব ভাই বৃদ্ধ মানুষ। আমি দীর্ঘদিন যাবত তাকে চিনি। জমি দখলের কোন ঘটনা ঘটলে আমি অবশ্যই জানতাম। পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা ও বানোয়াট।

ওহাব বেপারী বলেন আপনার এলাকায় আসছেন খোজ খবর নিয়ে দেখেন সত্য কি আমি জমি দখল করেছি কি না। সংবাদ প্রকাশের আগে আমার নিকট কোন সাংবাদিক আসেনি। কেউ কোন ফোন দেননি। পুলিশ সুপারকে তো আমি চিনি না।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mMkmA2

March 11, 2017 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top