গল, ১১ মার্চ- ৮০০ উইকেট নিয়ে সর্বকালের সেরা উইকেট শিকারি মুরালিধরন। তারই এক সময়ের সতীর্থ রঙ্গনা হেরাথ তাকে কখনো ছুতে না পারলেও এবার এক ক্ষেত্রে নিজেকে শীর্ষে তুললেন বাঁহাতি এই স্পিনার। নিউজিল্যান্ড তারকা ভেট্টরিকে পেছনে ফেলে টেস্টে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি এখন লঙ্কানদের টেস্ট দলের এই অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের চেয়ে ৫ উইকেট পেছনে থেকে মাঠে নামে হেরাথ। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে ভেট্টোরির আরও কাছে চলে যান। আর দ্বিতীয় ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট নিয়ে ভেট্টোরির পাশে বসেন। এরপর লিটন দাসকে সাজঘরে ফিরিয়ে টপকে যান ভেট্টরিকে। পরে আরও তিন উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ভেট্টরি ৩৬২ উইকেট নিতে ম্যাচ খেলেছিল ১১৩ টি। আর তাকে ছাড়িয়ে হেরাথ শীর্ষে যেতে ম্যাচ খেলেছে মাত্র ৭৯টি। এদিকে বাঁহাতি বোলারদের মধ্যে তার চেয়ে টেস্টে এখন বেশি উইকেট আছে শুধু পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াসিম আকরামের (৪১৪)। আর/১৭:১৪/১১ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nga3Ss
March 11, 2017 at 11:19PM
11 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top