কুমিল্লা-সিলেট মহাসড়কে ভোগান্তি

মুরাদনগর প্রতিনিধি ● কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ সংলগ্ন ভিংলাবাড়ি এলাকায় সড়ক সংস্কারের নামে সম্পূর্ণ সড়ক কেটে সংস্কার কাজ শুরু করায় প্রতিদিন ৪ কি. মি. যানজটে পড়ে ভোগান্তি পোহাচ্ছে যাত্রীসাধারণ। এ সব সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা রেখে সংস্কার কাজ চালানোর নিয়ম থাকলেও মানছে না সংশ্লিষ্ট  ঠিকাদারি  প্রতিষ্ঠান। সম্পূর্ণ সড়ক কেটে ঠিকাদারি  প্রতিষ্ঠনটি কাজ চালিয়ে গেলেও সে বিষয়টি জানা নেই কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের। এতে করে মুরাদনগর উপজেলার থোল্লার মোড় ও দেবিদ্বার উপজেলার পান্নারপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজটে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, মালবাহী ট্রাক ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় এক সপ্তাহ পূর্বে কুমিল্লা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ শুরু হয়। ঠিকাদারের অবহেলা ও অল্প সংখ্যক শ্রমিক দিয়ে চালিয়ে যাওয়ায় কাজের তেমন কোনো উন্নতি হচ্ছে না। মাঝে মাঝে বাস ও ট্রাকের চাকা বালু-মাটিতে দেবে যানজট চরম আকার সৃষ্টি হচ্ছে। এতে সামান্য ইট দিয়ে সাময়িকভাবে এক পাশের গর্ত ভরাট করে ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করে ট্রাক বাস পার হলেও আবার কিছুক্ষণ পরেই আরেক পাশে ভারি যানবাহনের গাড়ি আটকে পরে শুরু হয় দীর্ঘ যানজট। রাস্তার এক পাশ কাজ না করে দুপাশের কাজ এক সঙ্গে ধরায় যানজটটি এখন স্থায়ী রূপ নিয়েছে। যানজটের ফলে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগছে। এর ফলে সড়কটিতে বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাই।

এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন জানান, আমরা রাস্তার কাজ টেকসইভাবে করার চেষ্টা করছি। তবে পুরো রাস্তাটি এক সঙ্গে কেটে ফেলার বিষয়টি আমার জানা ছিল না। শীঘ্রই যাত্রীদের যানজট-দুর্ভোগ নিরসনে রাস্তাটির সংস্কার কাজ দ্রুত শেষ করা হবে।



from Comillar Barta™ http://ift.tt/2nz1wJE

March 14, 2017 at 02:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top