কুমিল্লায় থানার সামনে রাখা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার পাশে একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ হওয়ার পর পাশে থাকা অপর বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা থেকে আসা বোমা বিশেষজ্ঞ দল ওই বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় বিকট শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে।

এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সদর উপজেলার আমতলী এলাকায় অবস্থিত ময়নামতি হাইওয়ে থানার সামনে দুর্বৃত্তদের রাখা একটি বোমাটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপারসহ ডিবি, পিবিআই, র‌্যাব, সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেন।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৯ টার দিকে থানার সামনে পুকুর পাড়ে হঠাৎ বিকট শব্দে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় থানায় থাকা পুলিশ সদস্য ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সেখানে একটি ব্যাগে আরও একটি বোমা দেখতে পায়।

খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ও হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যদের দিয়ে ঘিরে ফেলেন। ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ দল পৌঁছার পর রাত দেড়টার দিকে ঘটনাস্থলের পাশে পড়ে থাকা একটি বোমা নিষ্ক্রিয় করা হয়। এ সময় কোতয়ালী মডেল থানার ওসি আবু সালাম মিয়া, ডিবির ওসি একেএম মঞ্জুর আলম, র‌্যাব, পিবিআই ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে হাইওয়ে পুলিশের একটি সূত্র জানায়, জেলা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নামতি হাইওয়ে থানার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এতে দেখা যায় থানা থেকে পশ্চিম দিক ময়নামতি থেকে থানার পুকুর পাড় দিয়ে ব্যাগ হাতে দুই যুবক এগিয়ে আসে। পরে তারা ব্যাগ রেখে আবারও ময়নামতির দিকে চলে যায়।

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, বোমাগুলো শক্তিশালী ছিল, যে বোমাটির বিস্ফোরণ ঘটেছে এর স্প্লিন্টার থানার দেয়াল পর্যন্ত পৌঁছেছে।

তিনি আরও জানান, গত ৭ মার্চ চান্দিনায় হাইওয়ে পুলিশের গাড়ি তল্লালির সময় পুলিশকে লক্ষ্য করে জঙ্গিরা যে বোমা মেরেছিল থানার সামনে বিস্ফোরণ ঘটানো বোমার সঙ্গে এর সাদৃশ্য রয়েছে।



from Comillar Barta™ http://ift.tt/2lVIf8L

March 14, 2017 at 02:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top