ইউক্রেনের অস্ত্র গুদামে ভয়ংকর বিস্ফোরণ কি নাশকতা?

erpপূর্ব ইউক্রেনের এক অস্ত্র গুদামে ভয়ংকর বিস্ফোরণের পর এর আশেপাশের দশ কিলোমিটার জায়গা থেকে প্রায় বিশ হাজার লোককে সরিয়ে নেয়া হচ্ছে। হাজার হাজার টন গোলাবারুদ মওজদু করা ছিল এই অস্ত্র গুদামে।

ইউক্রেনের কর্মকর্তারা এই বিস্ফোরণকে একটি নাশকতার ঘটনা বলে বর্ণনা করছেন।

পূর্ব ইউক্রেনের খারকিভ শহরের কাছে বালাক্লিয়া ঘাঁটিতে ছিল এই বিরাট অস্ত্র গুদাম। রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যেখানে ইউক্রেনের সরকারী সৈন্যদের লড়াই চলছে, সেখান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এই এলাকাটি।

অস্ত্র গুদামটিতে ক্ষেপনাস্ত্র, আর্টিলারী সহ হাজার হাজার টন নানা রকমের গোলাবারুদ মওজুদ ছিল।

উদ্ধারকর্মীরা হাজার হাজার মানুষকে আশেপাশের এলাকা এবং গ্রামগুলো থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।

সামরিক বাহিনী বলছে, প্রায় সাড়ে তিনশো হেক্টর এলাকা জুড়ে এই গুদাম ছিল। এর দশ কিলোমিটারের মধ্যে যারা আছে, তাদের সবাইকে সরিয়ে নেয়া হচ্ছে।

কিভাবে এত বড় একটি অস্ত্র গুদামে এই বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী স্টেপান পোলটোরাক বলেছেন, ড্রোন দিয়ে আকাশ থেকে কিছু ফেলে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা, সেটাও তারা দেখছেন।

২০১৫ সালের ডিসেম্বরে নাকি এভাবে ড্রোন ব্যবহার করে এই অস্ত্র গুদামে হামলার চেষ্টা করা হয়েছিল।

এখনো পর্যন্ত ই বিস্ফোরণে কোন সামরিক বা অসামরিক মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের দক্ষিণ ক্রাইমিয়া দখল করে নেয়ার পর সংঘাতে এ পর্যন্ত প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছে। রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা তখন থেকে পূর্ব ইউক্রেনে লড়াই চালিয়ে যাচ্ছে।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2mw2SsH

March 23, 2017 at 07:22PM
23 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top