দ্বিখণ্ড আম্মার পার্টি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ  অবশেষে দ্বিখণ্ড হল এআইএডিএমকে। আম্মার সাধের ‘অটুট ঐতিহ্য’কে ভেঙে ফেললেন আম্মারই আস্থাভাজন দুই প্রিয় পাত্র। একজন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভম। অন্যজন, প্রিয় বান্ধবী শশীকলা।

শশীকলা শিবিরের নাম ‘এআইএডিএমকে আম্মা’ এবং পন্নিরসেলভম শিবিরের নাম ‘এআইএডিএমকে পুরাতচি থালাইভা আম্মা’।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই দুই দল স্বতন্ত্রভাবে ভোটে লড়বে। কিন্তু আম্মার বিজয় প্রতীক জোড়াপাতা জুটল না কারোর ভাগ্যেই। যুযুধান দুই শিবিরকেই লড়তে হবে নতুন দুই প্রতিকের সঙ্গে।
নির্বাচন কমিশন শশীকলা শিবিরকে ‘হ্যাট’ এবং পন্নিরসেলভম শিবিরকে ‘ইলেক্ট্রিক পোল’ প্রতীকে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার নির্দেশ দেয়। তবে উভয়পক্ষই আম্মার জোড়াপাতা নিজের দিকে টাননতে এখনও আশাবাদী।



from Uttarbanga Sambad http://ift.tt/2mwjaSm

March 23, 2017 at 08:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top