বিজনেস ক্লাসে সিট না মেলায় বিমানকর্মীকে জুতোপেটা সাংসদের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ বিজনেস ক্লাসে সিট না পাওয়ায় এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে জুতো খুলে পেটালেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ বিমানটি পুণে থেকে দিল্লি পৌঁছয়।

বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়, দিল্লিতে বিমান পৌঁছনোর পর, অভিযুক্ত সাংসদ এয়ার ইন্ডিয়ার ডিউটি ম্যানেজারকে প্রায় ২৫ বার জুতো খুলে পেটান।

দিল্লিতে পৌঁছনোর পর বিমান থেকে না নেমে সেখানেই বসে থাকেন তিনি। পরে জেদের বশে এই কাণ্ডটি ঘটান। এই কাণ্ডের জন্য বিমানটি ৪০ মিনিট দেরিতে পৌঁছয় পরবর্তী গন্তব্যে।

নিজের কৃতকর্মের জন্য বিন্দুমাত্র আফশোস না করে গর্বের সঙ্গে সাংসদ জানান তিনি যা করেছেন ঠিকই করেছেন। কারণ বিজনেস ক্লাসের টিকিটের টাকা দিয়ে ইকনমিক ক্লাসে বসার জায়গা দেওয়া হয় তাঁকে। বরং বিমানকর্মীই তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।

নিগৃহীত বিমানকর্মী সুকুমার রমন একটি অভিযোগ দায়ের করেন অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে। এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় সংস্থা।



from Uttarbanga Sambad http://ift.tt/2mYqfHm

March 23, 2017 at 08:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top