নুরুল আমীন সিকাদার , গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের নাওজোর এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও ৯জন আহত হয়েছেন। বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে থানার উপ পরিদর্শক আব্দুস ছালাম জানান, গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে কোনাবাড়ী অভিমুখি ট্রাক যাত্রীবাহী একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টেম্পুটি ধুমড়ে মোচড়ে যায়। এসময় টেম্পুর চালকসহ ১১ যাত্রী আহত হন। আহতদের জরুরী চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চারজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষন দাস জানান, আহত দু’জন পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ngLVBe
March 23, 2017 at 06:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.