সাস্কাতুন, ০৫ মার্চ- অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার সাস্কাচেওয়ান প্রদেশের সাস্কাতুন মাল্টিল্যাঙ্গুয়েল স্কুলের উদ্যোগে এক কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এই কনসার্টে সাস্কাতুন বাংলা স্কুলসহ আরও ৯টি স্কুল অংশগ্রহণ করে। এডেন বোম্যান কলেজিয়েট স্কুলের ক্যাসেল থিয়েটারে সম্প্রতি এই কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে সাস্কাতুন বাংলা স্কুলের শিক্ষার্থীরা নৃত্যের তালে তালে মোদের গরব, মোদের আশা ও গেরিলা, গেরিলা আমরা গেরিলা গান দুটি পরিবেশন করে। বাংলা স্কুলের স্বরূপ, অরূপ, সুনাইরা, সুমাইসা, প্রিসা, শ্রীদুলা, মধুরিমা, ওয়াসী, নাবিহা, নাবিলা, শৌভিক, দীপান্বিতা, দেবযানী, জুনাইরা, আফ্রুক্তা, সামিহা, রিভি, ঋতি, ওয়াজেদ ও নাফিসা সংগীত ও নৃত্যে অংশ নেয়। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আর/১২:১৪/০৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lqFSKQ
March 05, 2017 at 07:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top