আগামী ১৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ডিজনির বহুল আলোচিত ছবি বিউটি অ্যান্ড দ্য বিস্ট। অভিনেত্রী এমা ওয়াটসন রয়েছেন চলচ্চিত্রটির নায়িকা বেল-এর চরিত্রে। কিন্তু মুক্তির আগেই ছবিটি রাশিয়ায় নিষিদ্ধ হলো। ছবিটিতে থাকা সমকামী চরিত্রের কারণে এই ছবিকে ঘিরে সৃষ্টি হয়েছে আপত্তি। বিউটি অ্যান্ড দ্য বিস্ট-এর পোস্টার। বিউটি অ্যান্ড দ্য বিস্ট-এর রিমেকে প্রথমবারের মতো ডিজনির কোনও ছবিতে সমকামী চরিত্র দেখা যাবে। রুপকথা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে লেফু নামের একটি চরিত্রকে সমকামী হিসেবে দেখানো হয়েছে। ২০১৩ সালে রাশিয়ার একটি আইনে সমকামিতাকে অপ্রথাগত যৌন সম্পর্ক হিসেবে বর্ণনা করা হয়। এছাড়াও রুশ আইনে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামী প্রচারণা চালানো নিষিদ্ধ। আর তাই রাশিয়ায় মুক্তি পাচ্ছে না ছবিটি। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সম্পাদনা: ফারজানা রিংকী এফ/২২:০২/০৬মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mXhDRS
March 07, 2017 at 04:02AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন