মুম্বাই, ০৬ মার্চ- সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশনের জন্যও জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। সামনেই আসছে বিশ্ব নারী দিবস। এই উপলক্ষে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিলেন সোনম। সেখানে জানালেন, মাত্র ১৩ বছর বয়সে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন তিনি। সাক্ষাৎকারে যৌন শিক্ষা নিয়ে কথা বলতে গিয়ে একথা জানান তিনি। সেই বয়সে সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল তার। সোনম এই প্রসঙ্গে বলেন, তখন বড়জোর ১৩ বছর বয়স হবে আমার। সিনেমা দেখতে গিয়েছি। এক ব্যক্তি পিছন থেকে আমার বুকে হাত দেয়। ঘটনাটি তিনি তার শিক্ষিকা ও স্কুলের কাউন্সিলরকে জানান। কিন্তু তারা নাকি সোনমকে বলেছিলেন, বুকে ওভাবে সবাই হাত দেয়। ওটা শ্লীলতাহানি নয়। সোনমের মতে, অনেকেই ভাবেন ধর্ষণ মানেই একমাত্র শ্লীলতাহানি। কিন্তু ওই ১৩ বছর বয়সেই তিনি বুঝে গিয়েছিলেন বুকে হাত দেওয়াও শ্লীলতাহানি। পরে তিনি ঘটনাটি তার মাকে জানান। এরপরেই সোনম স্কুলের যৌন শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমাদের স্কুলগুলিতে সচেতনতার খুব অভাব। স্কুলে কোনও সেক্স এডুকেশন নেই। শিক্ষক শিক্ষিকারাও জানেন না এই বিষয়গুলি কীভাবে সামলাতে হয়। মেয়েরা ডিপ্রেশনে চলে যায়। তারা নিজেরাই নিজেদের দোষারোপ করে। সোনম আরও বলেন, আমাদের সবার এটা বোঝা উচিত মেয়েদের জন্য কোনও নিরাপদ স্বর্গ নেই। ভারতেও না, পৃথিবীর অন্য কোনও দেশেও না। যখন কেউ পিছন থেকে তোমাকে আঁকড়ে ধরবে, তোমাকে বুঝতে হবে সেটি গুরুতর অপরাধ। সেটিই শ্লীলতাহানি। গতবছর নীরজা ছবিতে অভিনয়ের কারণে বেশ প্রশংসিত হয়েছিলেন সোনম কাপুর। বেশ কিছু পুরস্কারও জিতে নিয়েছিলেন ছবিটির কারণে। সামনে তিনি অভিনয় করতে যাচ্ছেন তার বোন রিয়া কাপুর পরিচালিত ছবি ভীরে দি ওয়েডিং-এ। এতে তার সঙ্গে আছেন স্বরা ভাস্কর ও কারিনা কাপুর খান। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এফ/২১:৪৫/০৬মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lTskDU
March 07, 2017 at 03:47AM
06 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top