কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বৃহস্পতিবার শেষ দিনে মেয়র পদে ৫ জনসহ ১৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে কাউন্সিলর পদে ১৫০ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সন্ধ্যায় রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন অফিস চত্বর ছিল অনেকটা উৎসব মুখর। প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভীড় সামলাতে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা, বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কু, জাসদের শিরিন আক্তার, স্বতন্ত্র মেজর (অব.) মামুনুর রশিদ ও পিডিপির অ্যাড. সোয়েবুর রহমান। এছাড়াও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৫০ জন এবং সংরক্ষিত ওয়ার্ড থেকে ৪২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
from Comillar Khabor – Comilla News http://ift.tt/2lzOFW2
March 03, 2017 at 08:38AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন