কুমিল্লার সদর উপজেলা উপ-নির্বাচনে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ৬ মার্চ। এ উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফের মৃত্যুর কারণে শুধুমাত্র চেয়ারম্যান পদে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। তবে প্রচারণা ও গণসংযোগে অনেকটা এগিয়ে আছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী। অপরদিকে নির্বাচনী মাঠে কৌশলে প্রচারণা চালাচ্ছেন মামলা-হামলায় বিপর্যস্ত বিএনপি প্রার্থীর নেতাকর্মীরা।
 
জানা গেছে, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী ও  উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এবং বিএনপি (ধানের শীষ) মনোনীত প্রার্থী মো. রেজাউল কাইয়ুম। 

আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় উপজেলায় এলাকা ভাগ করে ১০টি টিম মাঠে কাজ করছে। প্রতিদিন তারা সংশ্লিষ্ট এলাকার ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট চাইছেন।বিএনপি ও অঙ্গ সংগঠনসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও দলীয় প্রার্থীর পক্ষে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। 

বিভিন্ন এলাকায় ঘুরে জানা যায়, বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের চেয়ে আওয়ামীগ প্রার্থীর নেতাকর্মীরা প্রচার-প্রচারণায় বেশ এগিয়ে রয়েছেন। 

আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল জানান, গত আড়াই বছর এ উপজেলার ভাইস চেয়ারম্যান এবং এক বছর ধরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। আশা করি জনগণ আমার কাজের মূল্যায়ন করবে। আসন্ন নির্বাচনে প্রতিটি এলাকায় নৌকা প্রতীকের পক্ষে জনগণ মাঠে নেমেছে, নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করব বলে আশা করি। 

অপরদিকে, বিএনপির প্রার্থী রেজাউল কাইয়ুমও জয়ের ব্যপারে আশাবাদী বলে জানিয়েছেন। 
 
উল্লেখ্য, এ উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ভোটার এক লাখ ৯১ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ৯৬ হাজার ১৯৭ জন ও নারী ৯৫ হাজার ১৫৫ জন। 



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2lxVA2b

March 03, 2017 at 12:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top