কুমিল্লা নামে বিভাগের দাবিতে রোমে সভা

কুমিল্লার বার্তা ডেস্ক ● কুমিল্লা নামে বিভাগের দাবিতে ইতালির রোমে সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তরপিনাত্তারার মিউনিচিপল হলে রোমপ্রবাসী বৃহত্তর কুমিল্লাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা কুমিল্লার ঐতিহ্য ও পূর্ব ইতিহাস তুলে ধরে বলেন, কুমিল্লা নামেই এই এলাকা বেশি পরিচিত। যে সব জেলা নিয়ে নতুন বিভাগ গঠিত হবে সে সব জেলার বেশির ভাগ এক সময় কুমিল্লারই অন্তর্গত ছিল। তাই আমরা বিভাগের নাম ময়নামতির পরিবর্তে কুমিল্লা রাখারই দাবি জানাচ্ছি।

সভায় বক্তব্য দেন কাজী আবুল বাসার, কামরুজ্জামান রতন, অ্যাডভোকেট কামরুজ্জামান, মুরাদ হোসেন ভূঁইয়া, আল আমিন বিশ্বাস, এ কে আজাদ ভূঁইয়া, আবু সহিদ ভূঁইয়া, মো. কামরুজ্জামান, আবদুল আউয়াল, আলী আহমেদ, মনোয়ারা বেগম বেবি, রবিউল আলম, মইনুল আলম ও ইব্রাহিম খলিল প্রমুখ।

সভায় কুমিল্লা জেলাবাসী ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীবাসীরা উপস্থিত ছিলেন।



from Comillar Barta™ http://ift.tt/2mJ2WSt

March 15, 2017 at 07:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top