দেড় বছরের শিশু সন্তানকে হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে দেড় বছরের শিশু সন্তানকে হত্যার দায়ে পিতা আব্দুল হালিমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। দ-প্রাপ্ত আব্দুল হালিম গোমস্তাপুর উপজেলার লক্ষ্মীনারায়ণপুরের নূহু মুন্সীর ছেলে। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এনামুল বারী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জের পাবলিক প্রসিকিউটর জবদুল হক ও মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানাগেছে, ২০১১ সালের ৪ অক্টোবর আব্দুল হালিম ভোলাহাট উপজেলার নাজিরপুরে তার শ্বশুর বাড়িতে যান এবং নিজের জমি বিক্রি করার জন্য স্ত্রী আয়েশা বেগম প্রিতির সঙ্গে আলোচনা করেন। স্ত্রী জমি বিক্রিতে আপত্তি জানালে তাদের মাঝে বাক-বিতন্ড হয়। এক পর্যায়ে স্ত্রী ঘর থেকে বাইরে আসলে আব্দুল হালিম প্যান্টের বেল্ট দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তাদের দেড় বছরের শিশু মোহাম্মদ রিফাতকে। ওইদিনই স্ত্রী আয়েশা বেগম প্রিতি বাদী হয়ে আব্দুল হাকিমকে একমাত্র আসামী করে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০১২ সালের ৭ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কমকর্তা ভোলাহাট থানার এসআই খাইরুল ইসলাম আদালতে চার্জশীট দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫-০৩-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2mskcuC

March 15, 2017 at 06:49PM
15 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top