ঢাকা, ৩১ মার্চ- পাকিস্তান সফরে না যাওয়ার কারণে কোনরকম ক্ষতিপূরণ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটা সাফ জানিয়ে দিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। চ্যাম্পিয়নস ট্রফির আগে মে মাসে পাকিস্তান দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। কিন্তু নিরাপত্তার কারণে না করে দিয়েছে বিসিবি। তারপরই পিসিবি চেয়ারম্যান ক্ষতিরপূরণের দাবি করেন। তিনি জানান, এই সময়ের মধ্যে দুইবার বাংলাদেশে সফর করেছে পাকিস্তান দল। বাংলাদেশ একবারও আসেনি। তাই চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশ সফরে আসার আগে ক্ষতিপূরণ চাইবে পিসিবি। এদিকে, ক্ষতিপূরণ দেওয়া হবে না; বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিবি কর্মকর্তা জালাল ইউনুস। তার মতে, পিসিবি চাইলে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে বাংলাদেশের আপত্তি নেই। কিন্তু ক্ষতিপূরণ চাওয়ার কোন সুযোগ নেই পিসিবির। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে লাহোরে গিয়ে খেলেছেন বাংলাদেশের ক্রিকেটার এনামুল হক বিজয়। নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে দেশটিতে বিসিবির নিরাপত্তা পরিদর্শক কমিটিও পাঠানো হয়। কিন্তু তাদের থেকেও মেলেনি কোন ইতিবাচক প্রতিবেদন। সফরে না যাওয়ার পিছনে এই ব্যাপারটাকেও সামনে আনছেন জালালা ইউনুস। তিনি বলেছেন, গেল মাসে পিএসএলের ফাইনালে বিসিবির নিরাপত্তা পরিদর্শক দল উপস্থিত ছিল। কিন্তু সেখানকার নিরাপত্তা সম্পর্কে ভালো কোন প্রতিবেদন আমরা পাইনি। পাকিস্তান সফর থেকে সরে আসার পিছনে সেটাও কারণ। তাছাড়া আইসিসিও এগুলোর উপর নজরদারি করছে। সফর থেকে সরে দাঁড়ানোর কারণে একবার পিসিবিকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিয়েছে বিসিবি। ২০১২ সালে প্রতিশ্রুত সফরে না যাওয়ার কারণে ২০১৫ সালে এসে পিসিবিকে প্রায় তিন লক্ষ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেয় বিসিবি। জানিয়ে রাখা ভালো, ২০০৯ সালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের উপর পাকিস্তানের মাটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তারপর থেকে আর কোন দল সে দেশে সফর করেনি। যদিও ২০১৫ সালে জিম্বাবুয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছে, তারপরও সেই সফর নিয়ে রয়েছে বিতর্ক।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ogaq2U
March 31, 2017 at 10:07PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন