ঢাকা, ৩১ মার্চ- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর রহমান আট ওভারে ৬০ রান দিয়ে নিয়েছিলেন একটি উইকেট। নিজের এমন হতাশাজনক পারফরম্যান্স নিজেরই বিশ্বাস হচ্ছিলো না বাঁ-হাতি পেসারের। দুশ্চিন্তায় নাকি রাতে ঘুমোতেও পারেননি! ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম স্পোর্টস লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন বাংলাদেশি কাঁটার মাস্টার। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, সেই রাতে ভালোভাবে ঘুমোতেও পারিনি। মানসিকভাবে খুব দূর্বল হয়ে পড়েছিলাম। ডাম্বুলার ওই একই ভেন্যুতে আগের ম্যাচে নিয়েছিলেন তিনটি উইকেট। পরের ম্যাচে উইকেটটাকে মুখ্য নয়, বরং খরুচে বোলিংই ভাবাচ্ছে তাকে। সমাধান খুঁজতে শরণাপন্ন হয়েছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। মুস্তাফিজের ভাবনা, ওয়ালশের পরামর্শ তার ফর্ম পুনরুদ্ধারে সাহায্য করবে। মুস্তাফিজ বলেন, ওয়ালশ আমাকে কিছু পরামর্শ দিয়েছেন। আমি সেগুলো মেনে চলার চেষ্টা করছি। আমাকে ফর্ম ফিরে পেতেই হবে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oilPPZ
March 31, 2017 at 10:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top