কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ভোটযুদ্ধ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ সেশনের ম্যানেজিং কমিটি’র নির্বাচন ভোটযুদ্ধ বৃহস্পতিবার। এ বছর ভোটার সংখ্যা ৮শ’ ৯৭ জন ও সম্পূরক ভোটার ৫৩জন একুনে ৯শ’ ৫০ জন ভোটার। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ত্রি-মুখী লড়াই এবং অন্যান্য সকল পদে দ্বি-মুখী লড়াই হবে বলে সূত্রে জানা যায়।

এর মধ্যে নির্বাচনে প্রধান দু’টি রাজনৈতিকদল আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট সমর্থিত জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত “হাসেম-নূরু পরিষদ” এবং বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত “মোহাম্মদ ইসমাইল-গোলাম মোস্তফা পরিষদ” নামে দু’টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করছেন।

এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে আইনজীবী ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এড. বিকাশ চন্দ্র সাহা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এবারের নির্বাচনে কোন প্যানেল বিজয়ী লাভ করবে তা নিয়ে আদালত অঙ্গণে জল্পনা-কল্পনার শেষ নেই। এ নির্বাচনে দু’ দলের প্রার্থীদের জন্যই এটি মর্যাদার লড়াই।

এ নির্বাচনে জেলা আইনজীবী সমিতি’র সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মফিজুল ইসলামকে নির্বাচন পরিচালনা কমিটি’র আহবায়ক এবং জেলা আইনজীবী সমিতি’র টেজারার অ্যাড. মোহাম্মদ মনির হোসেন ও আমোদ-প্রমোদ সম্পাদক অ্যাড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়।

এদিকে, বিগত দিনের সব দ্বিধাদ্বন্ধ ভুলে গিয়ে আওয়ামীলীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট সমর্থিত জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত “হাসেম-নূরু পরিষদ” কে বিজয়ী করতে মরিয়া হয়ে ওঠেছেন প্রার্থী ও সমর্থকরা।

অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত “ইসমাইল-মোস্তফা পরিষদ”-এর  বিগত দিনের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন প্রার্থী ও সমর্থকরা।

সূত্রে জানা যায়- জেলা আইনজীবী সমিতি’র বর্তমান সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক অ্যাড. মোঃ মফিজুল ইসলাম বলেছেন- কুমিল্লা বারে আইনজীবীর সংখ্যা প্রায় ১২শ’। এর মধ্যে এ বছর ৮শ’ ৯৭ জন ও সম্পূরক ভোটার ৫৩জন ৯শ’ ৫০ জন ভোটার তাঁর মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে সু-চিন্তিত মতামত প্রকাশ করতে পারবেন বলে আমি শতভাগ আশাবাদী। ইতোমধ্যে নির্বাচনী সকল প্রকার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মধ্যদিয়ে কুমিল্লা বারের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর জন্যে দলমত নির্বিশেষে কুমিল্লা বারের সকল আইনজীবী, আইনপ্রয়োগকারী সংস্থা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন- নির্বাচনের দিন সকল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এর মধ্যে দুপুরে ৪৫ মিনিট বিরতি। কোন ভোটার ভোট কেন্দ্রের বুথের ভিতরে কোন মোবাইল বা ক্যামেরা ব্যবহার করতে পাবেন না। কোন ভোটার ভোট কেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার নেওয়ার পর ব্যালট পেপার নিয়ে ভোট কেন্দ্রের বাহিরে যেতে পাবেন না। কোন ভোটার ব্যালট পেপার নিয়ে বাহিরে আসিলে উক্ত ভোটারের ভোট ও ব্যালট পেপার বাতিল সহ ওই ভোটারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুষ্ঠু নির্বাচন পরিচালনার স্বার্থে কোন প্রার্থী বা তাঁর পক্ষের এজেন্ট তাঁর পক্ষের কোন সমর্থক ভোট কেন্দ্রে প্রবেশ করে কোন প্রকার বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি করতে পাবেন না। প্রত্যেক ভোটার (ক্রস) চিহেৃর মাধ্যমে ভোট প্রদান করবেন। (টিক) চিহৃ বা অন্য কোন সংকেত বা চিহেৃতর মাধ্যমে ভোট প্রদান করলে উক্ত ভোট বাতিল বলে গণ্য করা হবে।

জেলা বার সমিতি’র অফিস সূত্রে জানা যায়- কুমিল্লা জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত “হাসেম-নূরু” পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. আবুল হাসেম খাঁন, (২), সহ-সভাপতি পদে অ্যাড. দীপাল কুমার চৌধুরী ও মোঃ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক পদে অ্যাড. সৈয়দ মোঃ নূরুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ আবুল কালাম আজাদ (তমাল), ট্রেজারার পদে অ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সেক্রেটারি লাইব্রেরী পদে অ্যাড. মোঃ আমজাদ হোসাইন (লিটন), সেক্রেটারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে অ্যাড. মোঃ জালাল আহম্মেদ (সাজু), সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে অ্যাড. শামীম আরা (শিমু), সেক্রেটারি রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার পদে অ্যাড. নাজমা বেগম এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. মোহাম্মদ আমিনুল ইসলাম, অ্যাড. মোঃ মিজানুর রহমান (৩), অ্যাড. নজরুল ইসলাম মজুমদার, অ্যাড. রেবেকা সুলতানা, অ্যাড. রোকসানা আক্তার জাহান, অ্যাড. শাহীদা বেগম ও অ্যাড. শরিফুর রহমান মজুমদার (শিরন)।

অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কুমিল্লা ইউনিটের মনোনীত “ মোহাম্মদ ইসমাইল-মোঃ গোলাম মোস্তফা-২” পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে অ্যাড. মোহাম্মদ ইসমাইল, সহ-সভাপতি পদে অ্যাড. আব্দুল মমিন ও কাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে অ্যাড. মোঃ গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. আবদুস সাত্তার, ট্রেজারার পদে অ্যাড. ইলিয়াছ মজুমদার, সেক্রেটারি লাইব্রেরী অ্যাড মোঃ মোশারফ হোসেন খন্দকার, সেক্রেটারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে অ্যাড. মোঃ আবু তাহের, সহকারি এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার পদে অ্যাড. মোহম্মদ বিল্লাল হোসাইন ভূঁইয়া, সেক্রেটারি রিক্রিয়েশান, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার পদে অ্যাড. মোঃ তাজুল ইসলাম এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটি পদে অ্যাড. মোঃ এরশাদুল হক, অ্যাড. মোঃ এনামুল আলম, অ্যাড. মোঃ আল মামুন খন্দকার, অ্যাড. মোহাম্মদ এনামুল হক, অ্যাড. লোকমান হোসেন, অ্যাড. মোঃ মোশাররফ হোসাইন ও অ্যাড. পারিজাত চন্দ্র সাহা। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা বার শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. বিকাশ চন্দ্র সাহা।

জেলা আইনজীবী সমিতি’র সাধারণ সম্পাদক ও  প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মোঃ মফিজুল ইসলাম জানান- আসন্ন ৯ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ম্যানেজিং কমিটির নির্বাচনে ১৭টি পদে ৩৫ জন প্রার্থী লড়াই করবেন। এ বছর ৮শ’ ৯৭ জন ও সম্পূরক ভোটার ৫৩ জন সর্বমোট ৯শ’ ৫০ জন ভোটার ভোট প্রয়োগের মাধ্যমে সু-চিন্তিত মতামত প্রকাশ করতে পারবেন বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।



from Comillar Barta™ http://ift.tt/2mFNkSu

March 08, 2017 at 09:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top