মুম্বাই, ০৮ মার্চ- নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম সেরা গান তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত। গানটির কল্যাণেই অক্ষয় কুমাড় ও রাভীনা ট্যান্ডন ভক্তদের হৃদয়ে ঝর তুলেছিল। ১৯৯৪ সালে গাওয়া গানটি আবার রিমেক করা হয়েছে। রিমেক করা গানটিও ঝড় তুলেছে ইউটিউবে। আব্বাস-মাস্তান পরিচালিত নতুন থ্রিলার মেশিন সিনেমার জন্যই গানটি রিমেক করা হয়।এতে অংশ নিয়েছে বলিউডের নবাগত নায়ক আব্বাস পুত্র নায়ক মুস্তফা বার্মাওয়ালা ও কিয়ারা আদাভানি। গানটিতে কণ্ঠ দিবে উদিত নারায়ন ও নেহা কাক্কার। কোরিওগ্রাফি করবেন বস্কো মার্টিস। গত ছয় তারিখ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়। প্রকাশের মাত্র ২ দিনেই প্রায় ৩৭ লাখ ৫০ হাজার দর্শক গানটি শুনেছেন। অনেকেই রিকেক গানটির প্রশংসা করেছেন। এফ/২১:২০/০৮মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2neLp3N
March 09, 2017 at 03:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top