উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালবাজারঃ মাল বাজারে আলু চাষিরা উত্পাদিত আলুর দাম পাচ্ছেন না। ফলে উদ্বেগ বাড়ছে বিভিন্ন মহলে। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাজলডোবা এবং ক্রান্তি, চেঙমারি, মৌলানি, লাটাগুড়ি, রাজাডাঙ্গা, চাপাডাঙ্গা, কুমলাইয়ের মতো গ্রামপঞ্চায়েত এলাকাগুলিতে আলুর চাষ হয়। তবে আলু চাষিদের মাথায় চিন্তার ভাঁজ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু চক্রের জন্য আলুর ন্যায্য দাম মিলছে না চাষিদের।
কৃষি বিভাগের মাল ব্লকের সহ অধিকর্তা ডঃ উত্পল মণ্ডল বলেন, ‘আমরা পরিস্থিতির উপর নজরদারি রাখছি। কোনও অসাধু চক্রকে সক্রিয় হতে দেওয়া হবে না। কিষাণ ক্রেডিট কার্ডধারী কৃষকেরা বন্ডের মাধ্যমে হিমঘরে আলু রাখতে পারবেন। কৃষি প্রযুক্তি সহায়করা বিষয়টির তদারকি করছে। আমরা কৃষকদের স্বার্থে যাবতীয় উদ্যোগ নিচ্ছি।’
from Uttarbanga Sambad http://ift.tt/2m0u2EF
March 02, 2017 at 10:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.