উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মালদাঃ বৃহস্পতিবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন উত্সবের সূচনা করতে আসছেন আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। সকাল ১১টা নাগাদ তিনি (সমাবর্তন) উত্সবের উদ্বোধন করবেন। এবারই প্রথম গৌড়বঙ্গের সাতজন পিএইচডি স্কলারকে সম্মাননা জ্ঞাপন করবেন এবং ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেবেন তিনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান হিস্টোরিকাল রিসার্চ ইন্সটিটিউটের (আইসিএইচআর)-এর চেয়ারম্যান ওয়াই সুদর্শনরাও। চারজনকে ডিলিট এবং ডিএসসি উপাধি দেওয়া হবে।
উপাচার্য গোপালচন্দ্র মিশ্র জানিয়েছেন, দ্বিতীয় সমাবর্তনের উল্লেখযোগ্য দিক হল গৌড়বঙ্গ থেকে পিএইচডি করা সাতজনকে স্কলারকে সম্মাননা দেওয়া। রাজ্যপালের আগমনকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর।
from Uttarbanga Sambad http://ift.tt/2nENpCJ
March 15, 2017 at 09:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন