কুমিল্লা আ.লীগে বিরোধ মিটে গেছে —জাফর উল্লাহ

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে ওই এলাকার আওয়ামী লীগের দুই পক্ষে বিরোধ মিটে যাওয়ার দাবি করেছেন দলের সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ। তিনি বলেন, ‘এই নির্বাচনকে সামনে রেখে আমাদের বাহার ভাই, কামাল ভাই ও মজিব ভাইসহ সকলে ঐক্যবদ্ধ হয়েছি। এমন কোন শক্তি নেই যা আওয়ামী লীগকে হারাতে পারবে।’

বুধবার বিকালে কুমিল্লা আওয়ামী লীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে জাফর উল্লাহ এসব কথা বলেন। আগামী ৩০ মার্চের ভোটকে সামনে রেখে প্রতীক বরাদ্দের পর এদিন দুপুর থেকেই সেখানে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। আর আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে প্রথম দিনের প্রচারেই পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় নেতারা।

কুমিল্লায় আওয়ামী লীগের দুই নেতা আফজল খান ও আ ক ম বাহাউদ্দিন বাহারের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুই নেতাই নানা সময় নির্বাচনে একে অপরের বিরোধিতা করেছেন এবং এ কারণেই কুমিল্লায় শক্ত অবস্থান থাকার পরও সেখানে আওয়ামী লীগ নির্বাচনে হেরেছে বলে ধারণা করা হয়।

২০১২ সালের নির্বাচনে বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর কাছে আওয়ামী লীগ সমর্থিত আফজল খানের বড় ব্যবধানে পরাজয়ের জন্যও এই বিরোধকে দায়ী করা হয়।

এবার আওয়ামী লীগ প্রার্থী করেছে আফজল খানের মেয়ে সীমাকে। এবারও বাহারের সঙ্গে আফজলের বিরোধ দলের ক্ষতির কারণ হয় কি না এ নিয়ে ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে প্রশ্ন আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য বলেছেন, নারায়ণগঞ্জে শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীর বিরোধ যেমন মিটেছে, তেমনিভাবেই আফজল ও বাহারের বিরোধ মিটবে। আর এই চেষ্টার অংশ হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কুমিল্লায় কাজ করছেন।

দুই নেতার বিরোধ মিটে গেছে দাবি করে কাজী জাফর উলাহ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার নৌকাকে ভালবেসে আজ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি। ৩০মার্চ আমরা বিশাল বিজয়মিছিল করবো।’ তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আমাদের নৌকার প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা একজন সৎ, যোগ্য ও উচ্চ শিক্ষিত প্রার্থী। মেয়র নির্বাচিত হলে কুমিল্লার জনগণ ও নগরের উন্নয়নে শক্ত হাতে কাজ করবেন তিনি। কুমিল্লাবাসীর দীর্ঘদিনে সমস্যা শক্ত হাতে সমাধান করবেন তিনি এবং আমরাও দলীয়ভাবে তাকে সহযোগিতা করবো।’

কর্মীসভায় আওয়ামী লীগের প্রার্থী সীমা ছাড়াও দলের সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুর সবুর, কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী মেরিনা জাহান, এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী নুর উর রহমান মাহমুদ তানিম প্রমূখ বক্তব্য রাখেন।

এর আগে বিকাল চার টায় নৌকার প্রার্থী সীমা কেন্দ্রীয় নেতাদেরকে সঙ্গে নিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ শুরু করেন। এরপর দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়।



from Comillar Barta™ http://ift.tt/2mZDhHC

March 15, 2017 at 08:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top