শিবসেনা সাংসদের বিমানযাত্রায় জারি নিষেধাজ্ঞা

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ বৃহস্পতিবার শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের এয়ার ইণ্ডিয়ার কর্মীর সঙ্গে তাঁর অভব্য এ উদ্ধত আচরণ অত্যন্ত লজ্জাজনক। তাঁর এই আচরণের জেরে শুক্রবার ভারতের চার বেসরকারী বিমান সংস্থায় নিষিদ্ধ করা হল গায়কোয়াড়ের যাত্রা।

সূত্রের খবর, এই বিষয়ে ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইনস (এফআইএ) গায়কোয়াড়ের বিমানে যাত্রার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। জেট, ইন্ডিগো, স্পাইস জেট এবং গো এয়ার এফআইএ-র সদস্য।

শুক্রবার বিকেলে দিল্লি থেকে পুনে ফেরার জন্য রিটার্ন টিকিট কাটা ছিল সাংসদের এবং তিনি বলেন কেউ তাকে আটকাতে পারবে না।

কিন্তু সেই টিকিটও বাতিল করল এয়ার ইন্ডিয়া। জবাবে এয়ার ইন্ডিয়া জানায়, সংস্থা একটি নো ফ্লাই লিস্ট বের করতে চলেছে, যেখানে থাকবে ওই সাংসদের নাম।

সাপোর্ট করবে ভারতের সকল বিমান সংস্থা। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এমন ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে সংস্থা।

ইন্ডিগো প্রেসিডেন্ট এবং ডিরেক্টর আদিত্য ঘোষ জানান, আইন অনুযায়ী তারা নো ফ্লাই লিস্টকে সমর্থন করবে।

এর জবাবে গাইকোয়াড় বলেন, ‘আমার বিরুদ্ধে এরকম অনেক মামলা রয়েছে’।



from Uttarbanga Sambad http://ift.tt/2neib69

March 24, 2017 at 06:01PM
24 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top