ঢাকা, ২৪ মার্চ- শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সীর পঞ্চম একক অ্যালবাম আসছে বৈশাখে। কিছুটা ভিন্নভাবে সাজানো হয়েছে এ অ্যালবামটি। গানের কথা নির্বাচন থেকে শুরু করে সুর ও সঙ্গীতে থাকছে ভিন্নতা। অ্যালবামটি প্রসঙ্গে ন্যান্সী বলেন, একেবারে শুরু থেকেই অ্যালবামটির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখছি। গানের কথা লেখার সূচনা থেকেই আছি। নিজের ভালোলাগা কিংবা মন্দলাগা বিষয়গুলো ভাগাভাগি করেছি। এর আগে এমনভাবে গান করা হয় নি। ভালো কিছু করার চেষ্টায় এমনটি করা। শ্রোতারা আমাকে একটু অন্যভাবে পাবে। কারা গান লিখছে, সুর ও সঙ্গীত করেছে অ্যালবামের নাম প্রযোজনা প্রতিষ্ঠান, বিষয়গুলোতে একটু চমক থাক। এদিকে হিমেল আশরাফ পরিচালিত মুক্তি প্রতিক্ষিত সুলতানা বিবিয়ানা ছবিতে হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত কণ্ঠের তুমি আমার গানটি নিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন ন্যান্সী। পাশাপাশি নিয়মিত স্টেজ শো করছেন। এছাড়াও ২০১৬ সালে জিপি মিউজিকের ডিভা অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। আর/১৭:১৪/২৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mXX7iU
March 25, 2017 at 12:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top