কলকাতা, ১৪ মার্চ- প্রিয় তারকার দেখা পেলে কিছু না কিছু করেন ভক্তরা। কিন্তু সে আচরণ যদি সীমা ছাড়ায় তবে তা তারকাদের জন্য বিব্রতকরই হয়। সম্প্রতি সৃজিত মুখার্জীর বেগম জান ছবির প্রচারণায় কলকাতায় গিয়েছেন বিদ্যা বালন। বিমান বন্দরে এক ভক্তের অনুরোধে তার সঙ্গে সেলফিই তোলেন কাহানি খ্যাত এই তারকা। কিন্তু সেলফি তোলার সময় ভক্তের অসৌজন্যমূলক আচরণ আহত করেছে বিদ্যাকে। ইন্ডিয়া টুডে জানায়, কলকাতা বিমানবন্দরে বিদ্যার সেই ভক্তটি সেলফি তোলার সময় অনুমতি না নিয়েই বিদ্যার ঘাড়ে হাত রাখেন। বিষয়টি বিদ্যার ভালো লাগেনি তাই সঙ্গে সঙ্গে হাত নামাতে বলেন তিনি। ভক্তটি তখন হাত নামিয়ে নিলেও ছবি তোলার ঠিক আগে মুহূর্তে আবারও বিদ্যার ঘাড়ে হাত দেন। বিব্রতকর এ ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন বেগম জানএর অভিনেত্রী। স্পটবাই ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে বিদ্যা বলেন, আমরা তারকা, এটা সত্যি। কিন্তু তাই বলে যার যা খুশি তাই করবে এটা তো মেনে নেয়া যায় না। অপরিচিত কেউ এভাবে ঘাড়ে হাত দিয়ে ছবি তুললে যে কারোর অস্বস্তি হবে। পাবলিক ফিগার মানেই জনগণের সম্পত্তি নয় এটা মনে রাখা উচিৎ সকলেরই। ১৪ এপ্রিল হলে মুক্তি পাচ্ছে বেগম জান। ১৯৪৭ সালের দেশবিভাগের পটভূমিতে এক পতিতাপল্লীর নারীদের জীবন সংগ্রামের কাহিনিকে ঘিরে এই সিনেমাটি তৈরি হয়েছে। এতে বিদ্যা বালন ছাড়াও অভিনয় করেছেন ইলা অরুন, গৌরহর খান, পল্লবী সারদাহ, নাসিরউদ্দিন শাহ প্রমুখ। আর/১৭:১৪/১৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2njqf8Q
March 15, 2017 at 12:50AM
14 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top