বিয়ের ভোজ খেয়ে ফেরার পথে দুর্ঘটনা, মৃত ২

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কুমারগঞ্জঃ বিয়ের ভোজ খেয়ে অটোতে চেপে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ২ জন মহিলার। এই ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার বরাহরের পার্শ্ববর্তী ভুতকুঁড়ি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমারগঞ্জের দিওড় গ্রাম পঞ্চায়েত এলাকার বেহাতোড় গ্রাম থেকে বউভাতের ভোজ খেয়ে অটোতে চেপে কুমারগঞ্জের ককোটি গ্রামে ফিরছিলেন কনে পক্ষের আত্মীয়স্বজন। রাত সাড়ে ৯টা নাগাদ ভুতকুঁড়ি নামক জায়গায় পিছন থেকে আসা একটি বাইক দ্রুতগতিতে অটোটিকে ওভারটেক করতে গিয়ে রাস্তায় পিছলে অটোর সামনে গিয়ে পড়ে। ফলে মুহূর্তে বাইক ও অটোর সংঘর্ষে রাস্তার ওপর অটো উলটে যায়। ঘটনায় অটো ও বাইকের মোট ৯ জন আরোহী গুরুতর জখম হন। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা ইয়ারুন বিবি (৫৫) নামে এক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি, ৮ জনকে গুরুতর অবস্থায় বালুরঘাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেহেরুন বেওয়া (৪২) নামে অপর মহিলার মৃত্যু হয়। মৃত দুই মহিলা সম্পর্কে দিদি ও বোন বলে জানা গিয়েছে।

মৃতদেহের ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠানো হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mVJBzV

March 14, 2017 at 07:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top