একমাস ধরে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, হরিশ্চন্দ্রপুরঃ একমাস ধরে চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে খাবার মিলছে না বলে অভিযোগ উঠেছে।

হরিশ্চন্দ্রপুর-১ ব্লক সুসংহত শিশু বিকাশ প্রকল্প সূত্রে জানা গিয়েছে, ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের ২৩৯টি কেন্দ্র রয়েছে। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে কেন্দ্রগুলিতে রান্না করা নিয়ে সমস্যা দেখা দেয়। বেশিরভাগ কেন্দ্রেই পুরোপুরি রান্না বন্ধ হয়ে গিয়েছে। শিশু ও গর্ভবতী মায়েদের কেন্দ্রগুলিতে খাবার না পেয়ে ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার উপভোক্তারা। খাওয়ার সরবরাহ বন্ধ হওয়ার পিছনে কার গাফিলতি রয়েছে তা খতিয়ে দেখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।

জেলাপরিষদের শিশু ও নারী কল্যাণ কর্মধ্যক্ষ মর্জিনা খাতুন বলেন, ‘অনেক কেন্দ্রে রান্না বন্ধ হয়ে গিয়েছে। দ্রুত যাতে সমস্যা মেটে তা সিডিপিওকে দেখতে বলেছি। এক্ষেত্রে সুপারভাইজারদের ত্রুটি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’

হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের সিডিপিও অনুপ সরকার অবশ্য বলেন, ‘দু’একদিনের মধ্যেই সমস্যা মিটে যাবে। বুধবার থেকেই কেন্দ্রগুলিতে খাওয়ার সরবরাহের কাজ শুরু হয়ে যাবে।’

আইসিডিএস দপ্তরের জেলা প্রকল্প আধিকারিক সুধাংশু পাইক বলেন, ‘জেলায় খাবার যথেষ্ট মজুত রয়েছে। এমন হওয়ার কথা নয়। আমি ছুটিতে ছিলাম। মঙ্গলবার কাজে যোগ দিয়েছি। কোথায় সমস্যা রয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’



from Uttarbanga Sambad http://ift.tt/2lX0n25

March 14, 2017 at 08:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top