জেমস ক্যামেরনের অ্যাভাটার মুক্তির পর সাধারণ দর্শক থেকে আরম্ভ করে চলচ্চিত্র সমালোচকরা এর সিক্যুয়াল নির্মাণের প্রত্যাশা করছিলেন। পরিচালক জেমস ক্যামেরন নিজেও এ বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। কিছুদিন আগে তিনি জানিয়েছেন, সহসাই ছবিটির সিক্যুয়েল আসছে না বটে, তবে একে একে এর রীতিমতো চারটি সিক্যুয়েল আসবে দর্শকের জন্য। ২০১৭ সালেই অ্যাভাটার-এর সিক্যুয়াল মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্যামেরন। তবে নিজের প্রতিশ্রুতি নিজেই নাকচ করে সর্বকালের সফলতম এই পরিচালক জানিয়েছেন, এ বছর তো নয়ই, এমনকি ২০১৮ সালেও অ্যাভাটার-এর সিক্যুয়াল মুক্তির সম্ভাবনা নেই। টাইমস অব ইন্ডিয়াকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়েই চমক দিয়েছেন জেমস ক্যামেরন। অ্যাভাটার-এর সিক্যুয়েল বানানো সহজ কাজ তো নয়ই, তার ওপর একসঙ্গে চারটি সিক্যুয়েল নির্মাণ করছেন তিনি। ২০১৮ সালে সিক্যুয়াল মুক্তি পাবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখনো ছবি মুক্তির তারিখ ঘোষণা করিনি। আমরা শুধু অ্যাভাটার-২ নয়, বরং একই সঙ্গে ২, ৩, ৪ এবং ৫ নির্মাণ করছি। এগুলো পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। বলতে পারেন, এটা আমাদের একধরনের অঙ্গীকার। সুতরাং বলা যায় অ্যাভাটার-এর সিক্যুয়াল দেখার জন্য দর্শকদের আরো কয়েক বছর অপেক্ষা করতে হবে। তবে সেই অপেক্ষার ফলাফল হতে পারে প্রত্যাশার চেয়ে ঢের বেশি, কারণ একটির বদলে আসবে অনেকগুলো অ্যাভাটার। হলিউডের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি অ্যাভাটার মুক্তি পায় ২০০৯ সালে। মুক্তির পর ছবিটি আয় করেছিল প্রায় ২৮০০ মিলিয়ন মার্কিন ডলার। সেই সঙ্গে জিতে নেয় সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের রেকর্ড। এফ/০৯:৫৬/১৪ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mm4914
March 14, 2017 at 03:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top