মুম্বাই, ১৪ মার্চ- এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দূরে। মাঝে খেলেছেন বিজয় হাজারে ট্রফি। কিন্তু জাতীয় দলের হয়ে নামতে এখনও হাতে সময় রয়েছে আরও তিনমাস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখন দেশের মাটিতে চলছে টেস্ট সিরিজ। তার পর আইপিএল। আইপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি। ধোনি আইপিএল খেলবেন ঠিকই কিন্তু মনে শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি। কিন্তু এটাই কি হতে চলেছে ধোনির শেষ নীল জার্সিতে খেলতে নামা? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সব রকম ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই। এর এতদিন পর তার জবাব দিলেন ধোনিরই ছোটবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়। বলেন, এই মুহূর্তে ওর পুরো ফোকাসটাই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদি ও সেখানে সফল হতে পারে তা হলে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলে দেবে। হঠাৎ করেই ছেড়েছেন অনেকটা। যখন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন তখন কেউ বুঝতেও পারেনি এমনটা ঘটতে চলেছে। যখন ওয়ান ডে, টি২০-র অধিনায়কত্ব ছাড়লেন তখনও কেউ টের পাননি। তার পরও ধোনির ব্যাটে সেঞ্চুরি এসেছে। সাফল্যের পারদ অনেকটাই নেমেছে। কিন্তু এখনও তিনি সেরা ফিনিশার। আর ধোনির বুদ্ধি, সেটাও ভারতীয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধোনির ছোটবেলার কোচ বলেন, এটা তো খুব স্বাভাবিক, বয়সের সঙ্গে সঙ্গে একইরকম স্ট্রাইকরেট রেখে চলা যাবে না। কিন্তু ওর দক্ষতা ও ম্যাচ অ্যানালিসিসের মতো দুটো বিশেষ ক্ষমতাই ওকে আলাদা করে দিয়েছে সবার থেকে। ও ডোমেস্টিক ওয়ান ডে খেলছে কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে তৈরি রাখছে। ধোনি কখনও পছন্দ করেন না তাঁকে কেউ বলবে সরে যেতে। তাই ও নিজের সময় মতই সব কিছু থেকে একটু একটু করে গুটিয়ে নিতে শুরু করেছে ২০১৪ থেকেই। যখন প্রথম টেস্টে ক্রিকেটকে বিদায় জানান। কোচ বলেন, ওর সিদ্ধান্ত ও একাই নেয়। ওর টেস্ট থেকে অবসরের কথা ওর সব থেকে প্রিয় বন্ধু এমন কী ও বাবা-মা ও জানত না। তবে যে ভাবে পুণে সুপার জায়ান্টসের অধিনায়কত্ব থেকে তাঁরে সরিয়ে দেওয়া হল সেটা মানতে পারেননি ধোনির ছোটবেলার কোচ। এফ/০৯:৫৪/১৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mm2XL8
March 14, 2017 at 03:53PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন