মুম্বাই, ১৪ মার্চ- ভারতজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের রঙের উৎসব হোলি। এ বিশেষ দিনে তামিল মহাতারকা রজনীকান্ত জানালেন তার নামের পেছনে এই দিনটির বিশেষ গুরুত্বের কথা! রজনীকান্ত-র আসল নামে ছিলো শিবাজী রাও গায়কোয়াড়। কিন্তু রূপালি দুনিয়ায় রজনীকান্ত নামেই সুপরিচিত এ তারকার নামের পেছনে লুকিয়ে আছে হোলি উৎসবের একটি বড় ভূমিকা! বিখ্যাত তামিল পরিচালক কে বালাচন্দরের হাতে ধরেই যে সিনেমায় রজনীকান্তের আবির্ভাব যে কথা সবারই জানা। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এক হোলির দিনেই বালাচন্দরের কাছে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেয়ার অনুরোধ নিয়ে এসেছিলেন রজনীকান্ত। তখনো তিনি নায়ক রজনীকান্ত হয়ে ওঠেননি। সেই রাতেই শিবাজী রাও গায়কোয়াড় থেকে রজনীকান্ত হয়ে ওঠেন তিনি! এ প্রসঙ্গে স্মৃতিচারণ করে বালাচন্দর বলেছিলেন, সেদিন ছিলো হোলির রাত আর আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছিলো। শিবাজী যখন আমার কাছে অভিনয়ের জন্য আসে তখন আমি তাকে রজনীকান্ত নামটি দিয়েছিলাম। কাজেই হোলির দিনটি হলো এই মহান নায়কের রজনীকান্ত হয়ে ওঠার দিন। অন্তত তাই মনে করেন রজনীকান্ত নিজেও। রজনীকান্তের মতো একজন বড়মাপের অভিনেতাকে সেদিন সিনেমায় সুযোগ দিয়েছিলেন বলে আজও নিজেকে ধন্য মনে করেন এ পরিচালক। ১৯৭৫ সালে অপূর্ব রগঙ্গাল নামের একটি ছবিতে ছোট্ট একটি চরিত্রের মাধ্যমে রূপালি দুনিয়ায় আত্মপ্রকাশ করেন রজনীকান্ত। এই সিনেমার মাধ্যমেই সামান্য এই বাস কন্ডাক্টর থেকে আজ ভারতের অন্যতম সেরা একজন অভিনেতা হিসেবে উত্থান ঘটে তার। এফ/০৯:৪০/১৪ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mE732j
March 14, 2017 at 03:37PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন