নকল মটর উদ্ধার, গ্রেফতার ১

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, শিলিগুড়িঃ শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল মটর সহ ১ জনকে গ্রেফতার করল তদন্তকারী বিভাগ। শিলিগুড়ির ৪ নং ওয়ার্ডের গোয়ালা পট্টি থেকে এই মটর উদ্ধার করা হয়েছে।

থার্মোকলের ওপর প্লাস্টিকের প্রলেপ দিয়ে মটর বানিয়ে প্যাকেটিং করে বিক্রি করা হত বলে অভিযোগ। শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে চলত এই কারবার। এমনকি, বিহারেও এই নকল মটর বিক্রি হত বলে জানা গিয়েছে। এই বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nmkT8P

March 10, 2017 at 05:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top